বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান ইনকিলাব মঞ্চের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে ও পাঁচ দফা দাবি উত্থাপন করে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে৷তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করছে। ভারত যতোগুলো বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙ্গে ফেলতে হবে। কারণ আন্তর্জাতিক আইনে কোন দেশ এককভাবে বাঁ নির্মাণ করতে পারে না। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থী কাজ করছে ভারত।এটা তাদেরকে বন্ধ করতে হবে।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠের মুক্ত-মঞ্চে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারত আন্ত:সীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০টি ট্রাক-যোগে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু করে দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে এসে পৌঁছায় ইনকিলাব মঞ্চের টিম। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মাচের্ আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চ, কুমিল্লার আহবায়ক গোলাম সামদানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মোশতাক আহমেদ ফরাজি,বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কাজী দ্বীন মোহাম্মদ, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ইনকিলাব মঞ্চের সদস্য মিয়া মুহাম্মদ তৌফিক, নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

সমাবেশে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এ অঞ্চলের ১১ জেলায় বন্যা ছড়িয়ে পড়লে অন্তত ৭১ জনের মৃত্যু হয়। আর ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ। বন্যার পানিতে বিনষ্ট হয় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।
0 Comments